নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আব্দুর রহিম‘কে (২৮) মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
রবিবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই রায় ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো.আব্দুর রশিদ।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম (২৮) নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার মাইলাব মার্জিনা গ্রামের আব্দুর রবের ছেলে।
আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড. রকিবুদ্দিন আহমেদ জানান, রুপগঞ্জ উপজেলার মোস্তফা মিয়ার মেয়ে ফাতেমাকে (১৯) একই উপজেলার আব্দুর রহিমের সাথে বিয়ের সময়
মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ ৫০ হাজার টাকাসহ ৯০ হাজার টাকা যৌতুক হিসেবে প্রদান করেন। পরে বিবাহের কয়েকদিন পর থেকেই আরও এক লাখ টাকা যৌতুকের দাবিতে ফাতেমাকে মারধর ও নির্যাতন করত রহিম।
পাবলিক প্রসিকিউটর আরও বলেন, ২০১৮ সালের ৫ নভেম্বর রহিমের বাড়িতে ফাতেমাকে যৌতুকের টাকা দাবি করে মারধর করে হত্যা করা হয়। এরপর হত্যাকে ধামাচাপা দেয়ার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরের দিন ফাতেমার বাবা মোস্তফা বাদী রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালতে ফাতেমাকে হত্যার অভিযোগটি প্রমাণিত হওয়ায় মামলার বিচার কার্যক্রম শেষে রহিমকে মৃত্যুদন্ড দেয়।
গৌতম/এসএ/দীপ্ত সংবাদ