নারায়ণগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত একই পরিবারের তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব–১১)।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জ র্যাব–১১ এর সদর দপ্তরের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (১৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদি নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকার মো. লিটন মিয়া (৫১), তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও তাদের ছেলে মো. নাহিদ আলম (২২)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তাররা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
বিজ্ঞপ্তিতে র্যাব আরও উল্লেখ করে, ২০১৮ সালে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা একটি মামলায় একই পরিবারের তিনজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। এরপরই আত্মগোপনে চলে যান তারা। পরে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারকৃতদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
গৌতম সাহা/ইএ