নারায়ণগঞ্জে একটি আবাসিক ভবন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯জন। শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে নিতাইগঞ্জের এ বিস্ফোরণের ঘটে।
পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টার প্চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নিহত ব্যক্তির নাম আওলাদ হোসেন (৫৫)। শনিবার (১৮ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আওলাদের সহকর্মী আলমগীর হোসেন জানান, সকাল ৮টার দিকে তারা নারায়ণগঞ্জ সদর নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় ট্রাক থেকে ঠেলাগাড়িতে মালামাল নামাচ্ছিলেন। এমন সময় হঠাৎ পাশের একটি দোতলা ভবনে বিস্ফোরণ হয়। এতে সেখানকার ইট এসে তাদের মাথার ওপর পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ওই ভবনে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। দগ্ধদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত চারজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন। বাকি তিনজনের অবস্থাও গুরুতর।
এফএম/দীপ্ত সংবাদ