নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা– বিশনন্দী ফেরীঘাট সড়কের সাদারদিয়া এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় নসিমন উল্টে চালক নিহত হয়েছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম শরীফ (২৬)। সে বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামের কিসমত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কিছু মালামাল নিয়ে একটি নসিমনটি যাবার পথে দ্রুতগামী বিআরটিসি বাস (ঢাকা মেট্রো ব ১১–৫১৩৩) সেটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এটি উল্টে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে চালক মারা যান। এসময় বিআরটিসি বাসের চালককে স্থানীয়রা আটক করলেও সে কৌশলে পালিয়ে যায়।
নিহতের পিতা কিসমত আলী জানান, খুব নির্মমভাবে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমি এ ঘটনায় বিচার চাই, মামলা করব।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
আড়াইহাজারের গোপালদী ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) সোহাগ জানান, বাসের ধাক্কায় নসিমন উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গৌতম সাহা/মোরশেদ আলম/দীপ্ত নিউজ