নারায়ণগঞ্জের ফতুল্লায় অবন্তী কালার টেক্সটাইল ও গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা–মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় শ্রমিকদের সাথে শিল্প পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
রবিবার (২১ এপ্রিল) দুপুরে বিসিক শিল্পনগরীর শাসনগাও অবন্তী কালার টেক্সটাইল ও গার্মেন্টসের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও শ্রমিক সহ অন্তত ৩০ জন আহত হয়। এসময় দুুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
প্রতিষ্ঠানটির আলআমিন, মাসুদসহ একাধিক শ্রমিকরা জানান, কয়েকমাস যাবৎ বেতন নিয়ে গড়িমসি করছে কারখানাটির মালিকপক্ষ। ঈদের আগে বেতন বোনাস মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছিল তারা। তবে তা পাননি কর্মরত শ্রমিকরা। গত ৮ এপ্রিল দুপুর পর্যন্ত কাজ করার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়৷ একাধিকবার আশ্বাস দিলেও মালিকপক্ষ মার্চ মাসের বেতন পরিশোধ করেননি।
রবিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে ফ্যাক্টরি বন্ধ দেখতে পায়। ম্যানেজমেন্টের সাথে এ নিয়ে কথা বলতে গেলে শ্রমিকদের ফ্যাক্টরি থেকে বের করে দেয়া হয়। একারণে আজ শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে।
কারখানাটির জেনারেল ম্যানেজার ইনতিসার আহমেদ জানান, আমরা ২০ এপ্রিল কারখানা খুলেছি, ২২ এপ্রিল বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু শিপমেন্ট ঠিকমতো না হওয়ায় মার্চের বেতনটা দিতে পারিনি৷ আগামী কয়েকদিনের মধ্যে সকলের বেতন পরিশোধ করে দেওয়া হবে। সকালে শ্রমিকরা এসে আজই বেতন চান। পরে তারা সড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুর চালায়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক–অঞ্চল) জহিরুল ইসলাম বলেন, অবন্তী কালার টেক্স লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে যাসজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়েছে। এ ঘটনায় কয়েকজন আহত রয়েছেন। মালিক পক্ষের সাথে কথা হয়েছে তারা আগামী মঙ্গলবারের ভিতর বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
গৌতম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ