নারায়ণগঞ্জের বন্দরে মেরাজ নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় আল আমিন নামে আরেক যুবককে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) রাতে উপজেলার রুপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেরাজুল ইসলাম (২৩) বন্দর উপজেলার ছালেহনগর এলাকার আজহারুল ইসলাম এজা মিয়ার ছেলে। আহত আল আমিন (২১) উপজেলার রুপালী আবাসিক এলাকার জাভেদ মিয়ার ছেলে। এ ঘটনায় আব্দুর রব নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জ থেকে গুরুত্বর আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে মেরাজ নামে একজন মারা গেছেন। আরেকজন আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহত মেরাজের ভাই জব্বার জানান, মেরাজুল ইসলাম আয়মান ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক ও আল আমিন ওই ওয়ার্কশপে কাজ করতো। মুখে কাপড় দিয়ে ঢেকে ৪/৫ জনের একদল যুবক অস্ত্র নিয়ে আয়মান ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এসে হামলা চালায়। এসময় মেরাজ ও আল আমিনকে কুপিয়ে রক্তাত্ব জখম করা হয়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা প্রথমে নারায়নগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মেরাজকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। আল আমিন গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল–খ) বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় আব্দুর রব নামে একজনকে আটক করা হয়েছে। হত্যাকান্ডের মূল কারণ তদন্ত করা হচ্ছে, তা শেষ হলে বলা যাবে। রাতে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা হত্যায় ও ঘটনায় জড়িত তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
আফ/দীপ্ত সংবাদ