নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌরসভা নির্বাচনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার(১২ জুন) দুপুরে কৃষ্ণপুরা এলাকার এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভা নির্বাচনের ভোট দেয়াকে কেন্দ্র করে কাউন্সিল প্রার্থী জাহাঙ্গীর ও শব্দর আলী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা হয়।এবং উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে যায়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এছাড়া ভোটকেন্দ্র থেকে কয়েক মিটার দূরে নারায়ণগঞ্জ–২ আসনের সদস্য নজরুল ইসলাম বাবুর বাড়ির সামনে লাল স্কচটেপ মোড়ানো হাতবোমা সদৃশ্য দু‘টি বস্তু পড়ে থাকতে দেখা যায়।
এর আগে নাগেরচর মাদরাসা ভোটকেন্দ্রে ভোটার এবং স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মী–সমর্থকদের মারধরের অভিযোগ উঠে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাংবাদিকদের বলেন, “সবগুলো কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে৷ কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে৷ ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে টুকটাক কথা–কাটাকাটি হয়৷ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে৷“
গৌতম সাহা/এসএ/দীপ্ত নিউজ