নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসরিন নামে এক নারীকে লালসালু কাপড় দিয়ে হাত–পা বেধে শ্বাসরোধে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। সোমবার (২২ মে) দুপুরে জেলার পুলিশ কার্যলয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল।
গ্রেপ্তার কমল ওরফে কুদ্দুস কুড়িগ্রামের উলিপুরের চিলমারীর চরের জলিলের ছেলে। ও পলাতক আসামি অভির উদ্দিন রংপুরের কাউনিয়া উপজেলার চান্দু আকন্দের ছেলে।
পুলিশ সুপার জানান, ঘটনার রাতে পাঙ্খা শাহের মাজারে গিয়ে নাসরিন আক্তারের সাথে পরিচয় হয় কমলের। ওরশ চলাকালে চা পান করেন তারা। সেখানে অর্থের বিনিময়ে কমলের সাথে একান্ত সময় কাটানোর (যৌন সম্পর্ক) জন্য রাজী হয় নাসরিন। এরপর মধ্যরাতে ওই নারীকে নিয়ে যায় পরিত্যক্ত একটি ঘরে। সেখানে হঠাৎ প্রবেশ করে অন্য দুইজন যুবক। তারা কমল ও অভির সাথে থাকা ৯ হাজার টাকা নিয়ে চলে যায়। আর এতে তারা ক্ষিপ্ত হয়ে ওই নারীকে টাকা বাড়িয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তালতলা এলাকার বালুর মাঠে লালসালু কাপড় দিয়ে হাত–পা বেধে শ্বাসরোধ করে হত্যা করে।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের সুপার গোলাম মোস্তাফা রাসেল বলেন, কমলকে গ্রেপ্তারের পর হত্যার রহস্য বেড়িয়ে আসে। তার সহযোগী অভিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গৌতম সাহা/এমি/দীপ্ত নিউজ