নারায়ণগঞ্জে টিভিতে কার্টুন দেখানোর প্রলোভনে আশ্রায়ন প্রকল্পের দুই শিশুকে ধর্ষণের ঘটনায় শিপন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারকৃত আসামী ধর্ষনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেছে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জ পুলিশ সুপার আল মামুন শিকদার।
এর আগে এ ঘটনায় ১০ মার্চ সদর মডেল থানায় নারী ও শিশু দমনে আইনে মামলা করে শিশুটির বাবা। গত ৮ ফেব্রুয়ারি সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর মুজিবনগর আশ্রায়ন প্রকল্পে শিপন আহম্মেদ নামে যুবকের ধর্ষণের শিকার হয় দুই শিশু।
গ্রেপ্তারকৃত আসামী শিপন আহম্মেদ (৩৪) সিলেট জেলার গোটাটিকর উছবাড়ী গ্রামের মো. হারিছ মিয়ার ছেলে। বর্তমানে সে নারায়ণগঞ্জের পশ্চিম সৈয়দপুর মুজিবনগর আশ্রায়ন প্রকল্প বসবাস করতেন।
আরও পড়ুন: ঝিনাইদহে ১০ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক আটক
পিবিআই পুলিশ সুপার আল মামুন শিকদার সংবাদ সম্মেলনে বলেন, গত ৮ ফেব্রুয়ারী সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর মুজিবনগর আশ্রায়ন প্রকল্পে গ্রেপ্তারকৃত আসামী শিপন আহম্মেদ তার ঘরে নিয়ে পর্যায়ক্রমে দুই শিশুকে ধর্ষণ করেন। মামলার বাদী গত ৭ ফেব্রুয়ারী তার নাবলিকা শিশু মেয়েকে একই এলাকায় তার ফুফুর কাছে রেখে বিশ্ব ইজতিমায় চলে যায়। বাদী গত ১১ ফেব্রুয়ারী বাড়ি এসে স্থানীয় লোকজনের কাছে জানতে পারেন তার শিশু কন্যা সহ পাশের ঘরের আরেক শিশুকে একই কৌশলে ডেকে নিয়ে শিপন আহম্মেদ তার ঘরে ধর্ষণ করেছে। স্থানীয়দের থেকে জানা যায়, ধর্ষণের ঘটনা কাউকে জানালে আসামী শিপন ভুক্তভোগীদের হত্যা করে লাশ গুম করার হুমকি প্রদান করেন। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের যোগসাজসে বিচার সালিশ করে আসামী শিপনকে বাড়ি থেকে পালিয়ে যেতে সহায়তা করেন।
তিনি আরো বলেন, শিশু ধর্ষণের ঘটনায় ১০ মার্চ বাদীর করা মামলার পর ২৪ ঘন্টার মধ্যে সিলেট থেকে আসামী শিপনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালতে উপস্থানপন করা হয়। এসময় আসামী তার ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেন। আদালতে জবানবন্দী ও আসামী শিপনকে জিজ্ঞাসাবাদ করে বাদীর মামলার ঘটনার বিবরণে তার বিরুদ্ধে ধর্ষণের প্রাথমিক সততা পাওয়া যায়। বাদীর বিচার পেতে বাঁধা সৃৃষ্টি ও আসামীকে যোগসাজসে পালিয়ে যেতে সহায়তাকারী মামলার অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে জোর তদন্ত অব্যাহত রয়েছে।
গৌতম / আল / দীপ্ত সংবাদ