নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টায় ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার হলি ফেব্রিক্স ডাইং কারখানায় এই আগুনের সূত্রপাত হয়।
এসময় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে মেসার্স রহমান টেক্সটাইলের (হলি ফেব্রিক্স) স্বত্বাধিকারী রেজাউল করিম জানান, ‘আগুনে আমার ২০ লাখ টাকার ফেব্রিক্স ও মেশিনারিসহ প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।‘
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ–সহকারি পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘রাত ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে মন্ডলপাড়া ও ফতুল্লা ফায়ার স্টেশনের আরো ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।‘
তিনি আরও বলেন, ‘ডাইং কারখানাটিতে সহজে দাহ্য পদার্থের বিপুল পরিমাণ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট একযোগে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।‘
আগুনের ঘটনায় বেলায়েত হোসেন নামে একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
আফ/দীপ্ত নিউজ