নারায়ণগঞ্জের বন্দরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হন। রবিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার মদনগঞ্জ-মদনপুর সড়কের ফুলহর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: দক্ষিণ লক্ষ্মণখোলা এলাকার তারা মিয়ার ছেলে জহিরুল ইসলাম ও গাইবান্ধা জেলার মদরপুরের ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক মুকুল। নিহত দুজনই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। আহতরা হলেন, অটোরিকশা চালক আলতাফ হোসেন (৪৫) ও যাত্রী মো. দুলাল হোসেন (৪৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বন্দরের লক্ষ্মণখোলা বাস স্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা মদনপুর যাচ্ছিল । মদনপুর-মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় অটোরিকশাটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে অটোরিকশার যাত্রী জহিরুল ও মুকুল ঘটনাস্থলেই নিহত হন । এ ঘটনায় চালকসহ এক যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, সকালে ফুলহর এলাকায় একটি ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলেও এসময় দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
এমি/দীপ্ত