আসন্ন ৭ জানুয়ারি নির্বাচনে উৎসাহ–উদ্দীপনার সঙ্গে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে দলের শেষ নির্বাচনি জনসভায় তিনি আবারও বলেন– ভোট হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগে আ.লীগের শেষ জনসভা অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জে।
সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসন থেকে আসা নেতা–কর্মী–সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে দুপুর নাগাদ কানায় কানায় ভরে যায় এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠ।
১৫ বছর পর এখানে নির্বাচনি জনসভায় যোগ দেন আ.লীগ সভাপতি। বিকেল তিনটার দিকে মঞ্চে আসেন নৌকার কান্ডারি শেখ হাসিনা।
এসময় উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করে তাঁকে স্বাগত জানায়।
স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর, আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণ করে, আ.লীগ সভাপতি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
নৌকা প্রতীকে ভোট চেয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, আ.লীগ ছাড়া আর কেউ দেশের উন্নয়নের চাকা গতিশীল রাখতে পারবে না। জনগণ–ই আ.লীগের একমাত্র শক্তি। ৭ জানুয়ারির নির্বাচনে মানুষ স্বতস্ফূর্তভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করবে।
এসএ/দীপ্ত নিউজ