নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আতংক সৃষ্টিকারী কিশোর গ্যাং “টেনশন গ্রুপ“-এর ৬ জন সদস্য এবং “ডেভিল এক্সো” গ্রুপের ১১ জনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৫ মার্চ) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব–১১ এর উপ–অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী। রবিবার (২৪ মার্চ) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন– টেনশন গ্রুপের লিডার রাইসুল ইসলাম সীমান্ত (২২), আরিফুল ইসলাম (২৬), মোঃ হুমায়ুন হোসেন (২৪), মোঃ সাজ্জাদ হোসেন (২৬), মো: রাব্বি (২৫), প্রিতম রোবায়েতি ইসফাক (২৯), ডেবিল এক্সো গ্রুপের লিডার মোঃ সারিব (১৯), মোঃ আশিক (১৯), মোঃ নাঈম (১৯), মোঃ তুহিন হোসেন (১৮), রোসমান (১৯), মোঃ শাহাদৎ (১৯), মোঃ সৌরভ (২০), মোঃ মাহিন (২০), মোঃ তুষার (২০), মোঃ সৌরভ (১৯), মোঃ আরিফ (১৯)।
সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা জানায়, গ্রেপ্তারকৃত “টেনশন গ্রুল্প” এবং “ডেভিল এক্সো” গ্রুপের আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাইসুল ইসলাম সীমান্ত “টেনশন গ্রুপ” এর দলনেতা এবং মোঃ সারিব “ডেভিল এক্সো গ্রুপ” এর দলনেতা। গ্রেপ্তারকৃতরা রাস্তায় চলাচলরত জনগণের মালামাল ছিনতাই, বিভিন্ন ব্যবসা–প্রতিষ্ঠান, মালবাহী ও যাত্রীবাহী পরিবহণে ছিনতাই ও চাঁদাবাজি করে থাকে। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে শক্তির মহড়া প্রদর্শন করে জনমনে ভয়ভীতি সৃষ্টি করে।
র্যাব আরও জানায়, “টেনশন গ্রুপ“এর দলনেতা রাইসুল এবং সদস্য ইসফা ও “ডেভিল এক্সো” গ্রুপ এর সদস্য আশিক এবং নাঈমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা, ধর্ষণসহ একাধিক মামলাও রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গৌতম সাহা/এসএ/দীপ্ত সংবাদ