নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। বুধবার (১০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার এক কিলোমিটার জায়গা জুড়ে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন তারা।
উচ্ছেদ অভিযানে তিনটি ডকইয়ার্ড ও আধাপাকা –সেমিপাকাসহ অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,বিআইডব্লিউটিএ– এর যুগ্ম–পরিচালক মো. শহিদুল্লাহ সহ প্রশাসনের কর্মকর্তারা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শীতলক্ষ্যানদীর বন্দর উপজেলার সাইডে আজ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেছি। সকল প্রক্রিয়া সম্পন্ন করে এবং সকল পক্ষকে সমন্বয় করে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ নদী বন্দর বিআইডাব্লিউটিএ এর যুগ্ম পরিচালক শহীদুল্লাহ জানান, আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি কয়েকবার। এখানে পিলারের অভ্যন্তরে অবৈধ স্থাপনাগুলোআজকের অভিযানের মূল লক্ষ্য হলো বিশেষ করে মহামান্য হাইকোটের নির্দেশনা আছে নদীর তীরবর্তী স্থানে ওয়াকওয়ে করার। সেই ওয়াকওয়ে করতে ওরা বাঁধা দিচ্ছে এবং বারবার বলার পরও অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছেনা। নোটিশ ও মাইকিং করা হয়েছে এবং তাদের নিয়ে একাধিকবার আলোচনা সভাও করা হয়েছে। নির্দেশ অমান্য করায় আজকে এই উচ্ছেদ অভিযান করা হয়েছে।
এমি/দীপ্ত সংবাদ