রাজশাহী মহানগরীতে নানান রঙের ফুলে ছেয়ে গেছে। যা দেশি–বিদেশি পর্যটকদের নজর কাড়ছে। শহরের অপার এই সৌন্দর্যের আভা ছড়িয়েছে নগরবাসীর হৃদয়েও।
সড়ক বিভাজক ও সড়ক দ্বীপে ফুটে আছে রঙ বেরঙের ফুল। সবুজ, পরিচ্ছন্ন ও নির্মল বাতাসের নগরী হিসেবে পরিচিত রাজশাহী, এখন পরিণত হয়েছে ফুলের নগরীতেও।
রাজশাহীর ৩৪ কিলোমিটার সড়কের পাশে ও মাঝে ফুঁটে আছে সূর্যমুখী, রক্তকরবী, মাধবীলতা, বাগানবিলাসসহ নানা জাতের ফুল। কাঠফাটা রোদে নগরবাসীর ক্লান্তি দূর কোরে, কিছুটা স্বস্তি এনে দিচ্ছে এগুলো।
রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে গত চার বছরে বিভিন্ন জাতের দুই লাখ ফুল গাছ লাগানো হয়েছে সড়ক দ্বীপ ও বিভাজনে। সারা বছর ধরে এই সৌন্দর্য ধরে রাখতে, ঋতুভিত্তিক ফুলের গাছ লাগানোর পরিকল্পনা সিটি করপোরেশনের।
নগর পরিকল্পনাবিদদের মতে, এই ফুলগাছগুলো শুধু সৌন্দর্যবর্ধন–ই করছে না, দিচ্ছে বিশুদ্ধ অক্সিজেনও।
২০০৯ সালে রাজশাহী নগরীকে বনায়ন কর্মসূচির আওতায় আনা হয়। এরপর থেকেই সড়কের পাশে নানা ধরনের গাছ লাগানোর উদ্যোগ নেয় সিটি করপোরেশন।
যূথী/দীপ্ত সংবাদ