নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭বছর।
অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মুহাম্মদ ইব্রাহিম। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি‘র প্রথম নামাজে জানাযা বাদ যোহর ন্যাম ভবন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুর ১২টায় গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং বাদ যোহর বিলশা ঈদগাহ মাঠে জানাযা শেষে বিলশা কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান সংসদ সদস্য আব্দুল কুদ্দুস’র ব্যক্তিগত সহকারী মুহাম্মদ ইব্রাহিম।
অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ১৯৪৬ সালের ৩১ অক্টোবর নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের চলনবিল এর বিলসা গ্রামে জন্মগ্রহণ করেন। রাজশাহী কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন এবং ইংরেজিতে এম এ পাশ করেন তিনি। ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি প্রবীণ ও বর্ষীয়ান এ রাজনীতিবিদের। সামরিক শাসকের অবসানের পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করে ছিলেন।
শায়লা /দীপ্ত নিউজ