নাটোরে ৬০ বোতল ফেন্সিডিল সংরক্ষণ ও বহনের দায়ে শাহ আলম নামে এক ব্যাক্তির ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দীন এই রায় দেন। দন্ডপ্রাপ্ত শাহ আলম রাজশাহীর বিনোদপুরে সাতবাড়িয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
মামলায় জানা যায়, ২০২১ সালের ১২ আগষ্ট নাটোর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার নারায়ন পাড়ায় নাটোর–রাজশাহী মহাসড়কে অভিযান চালিয়ে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস বাসের যাত্রী শাহ আলমের পায়ের কাছে একটি ব্যাগ থেকে ৬০ পিচ ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।
বিচারক মামলার স্বাক্ষ্য গ্রহন শেষে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাহেদুল আলম/এসএ/দীপ্ত নিউজ