নাটোরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের হাফরাস্তা এলাকায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনিমা চৌধুরী অডিটরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামিউল আমিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ সহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মাদক এক ভয়াবহ নেশা। মাদকের ভয়াবহতা থেকে নিজেকে ও দেশকে রক্ষা করতে হবে। মাদক একটি সামাজিক ব্যাধি। এর সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। পরিবার, সমাজ ও ধর্মীয় প্রচারণার মাধ্যমে মাদককে না বলতে হবে। সমাজের অবক্ষয় রোধে জীবনকে ভালবাসতে হবে, জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে।
সাহেদুল আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ