নাটোরে বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী ৫ নারীসহ ৮জন নিহত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে হাসপাতালে পাঠানোর সময় একজন মারা যায় এবং চিকিৎসাধীন অবস্থায় দুপুর তিনটার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজন মারা গেছেন বলে জানান তিনি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার রফেজ উদ্দিনের স্ত্রী ইতি খাতুন(৪৩), ধর্মদহ এলাকার শহিদুর ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০), মৃত জাহিদুলের স্ত্রী শেলি বেগম (৬০), মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম(৬৫), মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৭৬)ও দৌলতপুর এলাকার শাহাবুদ্দিন। মেহেরপুর জেলার গাংনি উপজেলার বেতগাড়ী এলাকার মোহাম্মদ মোল্লার স্ত্রী আন্জুমানয়ারা (৭৫) ও একই এলাকার সীমা খাতুন(৩২)।
সাহেদুল/আল