নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে আনছার আলী নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার(১৩ এপ্রিল) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। অভিযুক্তের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।
দন্ডপ্রাপ্ত আনছার আলী সিংড়া উপজেলার কুশাবাড়ী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আনছার আলী একই গ্রামের এক বিধবা গৃহবধূকে প্রতিনিয়ত চলাফেরার সময় উত্যক্ত করতো। ২০০৪ সালের ৯ অক্টোবর রাতে ভিকটিম গৃহবধু তার ঘরে সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিল।
এ সময় আনছার আলী তার ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এতে গৃহবধুর ঘুম ভেঙ্গে গেলে আনছার আলী তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আনছার আলী পালিয়ে যায়।
ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে আনছার আলীকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আনছার আলীর বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ প্রায় ১৯ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।
মামলার রায়ে উল্লেখ করা হয় যেদিন দন্ডপ্রাপ্ত আনছার আলী গ্রেফতার হবে সেদিন থেকে রায় কার্যকর হবে এবং জরিমানার অর্থ ভিকটিমকে বুঝিয়ে দিতে হবে।
যূথী/দীপ্ত সংবাদ