নাটোরে ৮ কেজি গাঁজা ও ৫০০ পিচ ইয়াবাসহ ৫ জনকে নাটোরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫ করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার(২৮ জানুয়ারি) দুপুরে শহরের বনবেলঘড়িয়া বাইপাস থেকে মাদকসহ তাদের আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশায়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুজন আলী, রাসেল মিয়া, ফারুক মিয়া, সজিব মিয়া ও বাপ্পি।
আরও পড়ুন: রাজধানীতে ৪ সরকারি হাসপাতালে অভিযান, আটক ৩৬ দালাল
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ–পরিদর্শক তাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জগামী শ্যামলী এনআর ট্রাভেলস বাসে তল্লাশী চালিয়ে বাসের যাত্রী সুজন মিয়া ও রাসেল মিয়ার কাছে থাকা ব্যাগের ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উপ–পরিদর্শক আরও জানান, সুজন ও রাসেলের দেওয়া তথ্য মতে শ্যামলী পরিবহনের আরও একটি বাসে তল্লাশী চালিয়ে বাসের যাত্রী ফারুক মিয়া ও সজিব মিয়ার কাছ থেকে আরও ৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের আটক এবং ঢাকা–চাঁপাইনবাবগঞ্জগামী দেশ ট্রাভেলস–এর বাসে তল্লাশী চালিয়ে বাপ্পি ওরফে রফিকের শরীর থেকে পলিথিনে মোড়ানো ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আটককৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় পৃথক মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সাহেদুল/এসএ/দীপ্ত সংবাদ