নাটোর সিংড়া উপজেলার রাণীনগর গ্রামের শেরকোল শাহীবাজার এলাকা থেকে সাড়ে ২২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সঞ্জয় কুমার সরকার।
আটককৃতরা হলেন– নাটোর সদর উপজেলার তেলকুপি এলাকার মিন্টু মোল্লার ছেলে সাগর মোল্লা ওরফে আশিক(২৪), মদনহাট এলাকার ফজলুর রহমানের ছেলে ফেরদৌস আহম্মেদ ফারদিন(২০) এবং বড়গাছা এলাকার বেলাল হোসেনের আকাশ হোসেন(২৩)।
আরও পড়ুন: ফেনীর এক হাসপাতাল বন্ধের নির্দেশ
কোম্পানি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ১১টার দিকে চেকপোষ্ট পরিচালনা করে শুকনো সাড়ে ২২ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ টি মোবাইল, ৭টি সীমকার্ড ও নগদ ২ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, জব্দকৃত গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইন–শৃংখলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
সাহেদুল/এসএ/দীপ্ত নিউজ