নাটোরে নানা কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের কান্দিভিটুয়ায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, মোনাজাত ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, মুজিব নগর দিবসটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।
এফএম/দীপ্ত সংবাদ