নাটোরের সিংড়া উপজেলায় ট্রাক চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক নিহত ছাত্রীর বাবা আহত হয়।
সোমবার (৪ মার্চ) সকালে নাটোর–বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার নিংগুইন বালুভড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই ছাত্রীর নাম তৃষা রাণী। তৃষা বাগাতিপাড়া উপজেলার জামনগর চাপাপুকুর এলাকার তাপস কুমারের মেয়ে। সে অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
আরও পড়ুন: মোটরসাইকেল চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নাটোর–বগুড়া মহাসড়কে সম্প্রসারিত করার কাজ চলমান থাকায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। তৃষা রাণী তার বাবার সাথে সিংড়া থেকে মোটার সাইকেলে বাগাতিপাড়ায় যাওয়ার পথে সিংড়া পৌরসভার নিংগুইন বালুভড়া এলাকায় ঝাঁকুনিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এসময় বগুড়া থেকে নাটোরগামী একটি ট্রাক পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহী তৃষা রাণী।
মোটরসাইকেল চালক তাপস আহত হয়। স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক তাপস কুমারকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
সিংড়া থানার ওসি আবুল কালাম দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাহেদুল/ সুপ্তি/ দীপ্ত নিউজ