নাটোরের আব্দুলপুর জংশনে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ৩ জনকে হাতেনাতে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব–৫।
র্যাব–৫, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে ট্রেনের টিকিট কালোবাজারী করার সময় হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৪ টি ট্রেনের টিকেট জব্দ করা হয়।
আটককৃতরা হলো নাটোর জেলার লালপুর উপজেলার চন্দ্রপুর বাজারের মৃত শম্ভু কুমার দাসের ছেলে গনেশ দাস(৫২),একই উপজেলার গোসাইপুর এলাকার মৃত ইসমাইল মন্ডলের ছেলে মিথুন মোল্লা(৩৩) ও ধনঞ্জয় এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে দেলোয়ার হোসেন(৪০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কাউন্টার হতে বিভিন্ন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ট্রেনের টিকেট কিনে সাধারণ যাত্রীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে বলে জানায় আটককৃতরা।এ ঘটনায় পাবনা জেলার ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: নওগাঁয় অভিযান চালিয়ে অবৈধ মজুদদারকে আটক
সাহেদুল/ আল / দীপ্ত সংবাদ