রোমাঞ্চের চোরাবালিতে হাবুডুবু খেলেন প্রেমাদাসার দর্শকরা। বারবার বদলে গেলো ম্যাচের মোড়। শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে বিদায় করে এশিয়া কাপের ফাইনালে উঠেছে স্বাগতিক শ্রীলঙ্কা।
বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান–শ্রীলঙ্কার লড়াই নেমে এসেছিল ৪২ ওভারে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটে নেমে বৃষ্টির কারণে ৪২ ওভারে ৭ উইকেটে ২৫২ রান সংগ্রহ করে পাকিস্তান। বৃষ্টিআইনে বেঁধে দেয়া ২৫২ রানের লক্ষ্যে নেমে নির্ধারিত ওভারের শেষ বলে ৮ উইকেট হারিয়ে ফাইনালে পৌঁছায় শ্রীলঙ্কা।
৪২ ওভারে ২৫২ রান করার লক্ষ্যে নেমে উড়ন্ত শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। উত্তেজনাময় ম্যাচের শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিল ৮ রান। ৪২তম ওভারের চতুর্থ বলে চারিথ আশালঙ্কাকে স্ট্রাইক দিতে গিয়ে রান আউট হন প্রমোধ মাধুশান। পঞ্চম বলে চার মেরে জয়ের লঙ্কানদের জয়ের কাছাকাছি পৌঁছান আশালঙ্কা। শেষ বলে লঙ্কানদের প্রয়োজন ছিল দুই রান। মিডঅনে ঠেলে দিয়ে জয় নিশ্চিত করেন আশালঙ্কা। ৪৭ বলে ৪৯ রান করেন আশালঙ্কা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইফতিখার আহমেদ। শাহিন শাহ আফ্রিদী নেন দুটি উইকেট।
আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ভারত।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ