নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাজনীতির আমূল পরিবর্তন দরকার। শুক্রবার (৪ এপ্রিল) আমার বাংলাদেশ (এবি) পার্টি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এবি পার্টি’র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে সিরাজগঞ্জ জেলা ও শাহজাদপুর উপজেলা এবি পার্টির উপদেষ্টা মোবারক হোসেন সরকার, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি লিটন জাফর, সাধারণ সম্পাদক আল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমের উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আনোয়ার সাদাত টুটুল মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, শাহজাদপুর নিয়ে নিজের ভাবনা তুলে ধরে বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে রাজনীতির আমূল পরিবর্তন করতে হবে। দখল আর চাঁদাবাজির রাজনীতি আমরা পঞ্চাশ বছর দেখে আসছি এখন নতুন করে ভাবনার সুযোগ এসেছে।
এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি তুলে ধরে তিনি বলেন, প্রতিটি অঞ্চলে গড়ে ওঠা আঞ্চলিক মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে। তিনি আগামী নির্বাচনে সাংবাদিক মহলসহ শাহজাদপুরের সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহোযোগিতা কামনা করেন।