নানা আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নাগরপুর বাজারসহ বিভিন্ন জায়গা ঘুরে সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।
স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র ফিরে আসেনি জানিয়ে তিনি বলেন, নতুন করে বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দলের বিরুদ্ধে চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুর রহমান মনিরের সঞ্চালনায় আলোচনায় বিএনপির জেষ্ঠ্য নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।