ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নাইটহুড পাচ্ছেন ইংল্যান্ডের সর্বকানাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
লের সেরা টেস্ট বোলার জেমস অ্যান্ডারসন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি‘ এমনটাই জানিয়েছে।
গত গ্রীষ্মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ৪২ বছর বয়সী এই পেসার। ২০০৩ থেকে ২০২৪—দীর্ঘ ২১ বছর ধরে ইংল্যান্ডের জার্সি গায়ে তিনি খেলেছেন ১৮৮টি টেস্ট, যেখানে উইকেট নিয়েছেন ৭০৪টি। এটি কোনো ফাস্ট বোলারের জন্য বিশ্বরেকর্ড। এছাড়া খেলেছেন ১৯৪টি ওয়ানডে ও ১৯টি টি–টোয়েন্টি ম্যাচ।
অ্যান্ডারসনের ক্রিকেট ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক দিয়ে। পরের বছরই নামেন টেস্ট অঙ্গনে।