বরিশালের নলছিটিতে স্বাস্থ্য উন্নয়ন হেলথ প্রমোশন ফাউন্ডেশন চাই দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) সকালে ঝালকাঠির নলছিটি বাস স্ট্যান্ড বিজয় চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
নলছিটি মডেল সোসাইটি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান ও প্রভাষক আমির হোসেন।
তারা বলেন, ‘বাংলাদেশ সরকার প্রতিবছর স্বাস্থ্য খাতে আর্থিক বরাদ্দ বাড়াচ্ছে। কিন্তু উদ্বেগের বিষয় এই বরাদ্দের সিংহভাগ চিকিৎসাকেন্দ্রিক। অথচ বাজেটে রোগ প্রতিরোধের ব্যবস্থা উন্নয়নে যথেষ্ট গুরুত্ব না দেয়ার ফলে প্রতিনিয়তই বাড়ছে রোগীর সংখ্যা। আর এই রোগীদের লাগামহীন চিকিৎসা খরচ জোগাতে গিয়ে প্রতিবছর দরিদ্র হয়ে যাচ্ছে প্রায় ৮৬ লক্ষ মানুষ। আর এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে তা রাষ্ট্রের জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়াবে। তাই দ্রুত হেলথ প্রমোশন ফাউন্ডেশন দরকার।‘
অবস্থান কর্মসূচিতে বিভিন্ন মাদ্রসা ও স্কুলের ছাত্ররাও উপস্থিত ছিলেন।
খালিদ হাসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ