১৫
জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জুন) সকাল ১১ টায় ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, স্বাস্থ্য কমপ্লেক্সর আরএমও ডা. রাসেল ঢালী, শিশু বিশেষজ্ঞ ডা. ফয়সাল ইসলাম, ডা. মেহেদী হাসান। অনুষ্ঠানে জানানো হয়, পুষ্টি বিষয়ে সকলেরই জ্ঞান থাকা প্রয়োজন।
সুস্থ থাকতে হলে পুষ্টিকর খাবার খেতে হবে।
খালিদ/আল/দীপ্ত সংবাদ