নরসিংদীর মাধবদী সোনার বাংলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ১১ টি দোকান। ব্যবসায়ীদের দাবি তাদের ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) রাত ১২টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের ২টি ও নরসিংদী ফায়ার সার্ভিসের ২টিসহ মোট ৪টি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৭ টি ইলেকট্রিক, সুতা ও পার্সের দোকানের মূল্যবান মালামাল।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল বাশার জানায়, ‘চারটি ইউনিট আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অনেক স্বেচ্ছাসেবীও অগ্নিনির্বাপণে সহায়তা করে। আগুন লাগার কারণ জানা যায়নি।‘
অগ্নিকাণ্ডের খবর শুনে মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর এসিল্যান্ড, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফায়ার সার্ভিসের অফিসার জানিয়েছেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সুত্র তদন্ত না করে বলা যাবেনা।‘
মোঃসেলিম মিয়া/পূর্ণিমা/দীপ্ত নিউজ