নরসিংদীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। নরসিংদী গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ডেঙ্গুতে আক্তান্ত হয়ে ভর্তি হয়েছে ৪০ জন রোগী। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগী মারা গেছেন একজন। আক্রান্তদের মধ্যে নারী ও শিশু রোগীও রয়েছেন । হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
নরসিংদী সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় বিভিন্ন সরকারী হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী চিকিৎসা নিচ্ছেন ৭৩ জন। সরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ১৫২ জন। আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কতজন এর হিসাব দিতে পারছেনা। এ পর্যন্ত ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন ১৫৭৭ জন ।
নরসিংদীর জেলা সিভিল সার্জন নুরুল ইসলাম বলেন, নরসিংদী জেলায় ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। তবে দুটি বিশেষায়িত হাসপাতাল ছাড়াও উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগী শনাক্ত ও চিকিৎসার কার্যক্রম চলছে। আমরা মানুষের মধ্যে সচেতনতার পাশাপাশি সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
মোঃ সেলিম মিয়া/শায়লা/দীপ্ত নিউজ