“মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) সকালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এসময় নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু,সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের ছাত্র–ছাত্রী, ইউনিয়নের চেয়ারম্যানবন্দসহ আরো অনেকেই র্যালীতে অংগ্রহণ করেন।
পরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পক্ষব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। ইউনিয়ন পর্যায় থেকে শুর“ করে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসক।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ