বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ জন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৩৪টি। এসব দুর্ঘটনায় ৪৮৩ জন নিহত এবং ১৩১৭ আহত জন হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো নভেম্বর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

নিহতের মধ্যে ৬৪ জন নারী ও ৭১ জন শিশু রয়েছে। এরমধ্যে ২২৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন। এই সময়ে ৬টি নৌদুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৫ জন নিখোঁজ রয়েছে। ৪৭টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে মোটরসাইকেল চালক ও আরোহী ১৯৪ জন, বাসের যাত্রী ২৪ জন, ট্রাককাভার্ডভ্যানপিকআপট্রাক্টরট্রলিমিকচার মেশিন গাড়ি আরোহী ২২ জন, প্রাইভেটকারমাইক্রোবাস আরোহী ১৪ জন, থ্রিহুইলার যাত্রী (ইজিবাইকসিএনজিঅটোরিকশাঅটোভ্যান) ৮৩ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমনভটভটিআলমসাধুটমটমমাহিন্দ্র) ৩১ জন এবং রিকশাবাইসাইকেল আরোহী ৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More