চট্টগ্রাম–কক্সবাজার রেলওয়ের যাত্রা শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর। এর আগে ট্রায়াল রান হবে ২ নভেম্বর। এ লক্ষ্যে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
এই রেল লাইনের প্রতিটি বাঁকে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্ন জড়িয়ে আছে। ১৮ হাজার ৩৪ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রামে থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেললাইনের ট্রায়াল রান হবে ২ নভেম্বর।
আগামী ১২ নভেম্বর বহুল প্রত্যাশিত দোহাজারী–কক্সবাজার রেলপথটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেলপথমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে এ রেলপথের ৯২ শতাংশ কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের আওতায় কর্ণফুলী নদীতে নির্মিত শতবর্ষী কালুরঘাট সেতু সংস্কার করা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, এ রেলপথ ব্যবসা–বাণিজ্যের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন জানিয়েছেন, ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে পর্যাপ্ত সেতু, কালভার্ট ও লেভেল ক্রসিং নির্মাণ করা হয়েছে। আর বন্যপ্রাণীদের অবাধ চলাচল নিশ্চিতে করা হয়েছে ওভারপাস।
এ প্রকল্পের আওতায় নির্মিত কক্সবাজারের ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশন এরইমধ্যে সবার দৃষ্টি কেড়েছে।
এসএ/দীপ্ত নিউজ