সাতক্ষীরা সীমান্ত নদী কালিন্দিতে ছিপ দিয়ে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে আলী হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সীমান্তবর্তী কালিন্দি নদীর পরানপুর স্লুইজ গেট এর অদুরে মাঝ নদীতে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পরানপুর গ্রামের আল আমিন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে পার্শ্ববর্তী মহাদেব মন্ডলের ছেলে সুজনের সঙ্গে ভারত সীমান্তবর্তী কালিন্দি নদীতে ছিপ দিয়ে মাছ ধরতে যায়। তাদের পাশাপাশি পৃথক একটি নৌকায় মাছ ধরছিলেন তার বাবা রফিকুল ইসলাম।
তিনি আরও জানান, দুপুর ১২টার দিকে জোয়ারের স্রোতে নৌকায় পানি ঢুকে পড়ার একপর্যায়ে হাসান নৌকায় বাঁধা দড়ি খুলতে গিয়ে তার পায়ে জড়িয়ে যায়। এতে নৌকা ডুবিতে তার মৃত্যু হয়। সুজন ভাসতে ভাসতে পার্শ্ববর্তী তার (আল আমিন) বাবার নৌকায় উঠে জীবন বাঁচায়।
দুপুর ১টার দিকে রফিকুল ইসলাম ও কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের নেতৃত্বে হাসানের লাশ উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এসএ/দীপ্ত নিউজ