দিনের পর দিন পটুয়াখালীতে জেলেদের জালে ধরা পড়ছেনা কাংখিত ইলিশ সহ সব বিভিন্ন প্রজাতির মাছ। বছরজুড়ে নদীতে ইলিশ ধরা না পড়ায় অর্থকষ্টে দিন কাটছে ইলিশ শিকারী জেলে পরিবারগুলোর।
নদীতে পানিদূষণ ও অভয়াশ্রমের প্রবেশ পথ ভরাট হয়ে যাওয়াই এর মূল কারণ বলে দাবি মৎস্য জেলে ও গবেষকদের। নদী খনন সহ সকল সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন জেলেরা।
দীর্ঘদিন ধরে জেলার আন্ধারমানিক, তেতুলিয়া, কারখানা, শিববাড়িয়া ও সোনাতলা নদীতে কাংখিত ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা না পড়ায় জেলেদের দিন কাটছে নিদারুন কষ্টে। এবছর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ছিলো অনেক বেশি। এছাড়া নদীগুলোতে অবাধে বর্জ্য ফেলায় আগের তুলনায় পানি দূষণ বেড়েছে দ্বিগুণ।
এদিকে দেশের ইলিশের অভয়াশ্রম খ্যাত আন্ধারমানিক ও তেঁতুলিয়া নদীর প্রবেশ পথ আগের তুলনায় অনেকটা ভরাট হয়ে গেছে। সমুদ্র থেকে মা ইলিশ অভয়াশ্রমে প্রবেশে বাধাগ্রস্থ হচ্ছে। ফলে আগের তুলনায় উপকূলের নদীগুলোতে মিলছেনা ইলিশ সহ সব ধরনের মাছ।
উপকূলীয় নদীতে আগের তুলনায় মাছের প্রাপ্যতা কমেছে। তাই নদী খননের উদ্যোগ নিচ্ছে সরকার। শিগগিরই সংকট কাটিয়ে জেলের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আফ/দীপ্ত নিউজ