বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ও বিশ্বকাপজয়ী তারকা মুশতাক আহমেদ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। টাইগারদের নতুন এই স্পিন কোচের চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই আন্তর্জাতিক আসর।
চলতি মাসের শেষদিকে জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ওই সময় থেকেই টাইগার শিবিরে যোগদানের কথা রয়েছে মুশতাকের।
টাইগারদের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার বিষয়ে বিসিবির বার্তায় মুশতাক আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। আমি দায়িত্ব নিতে ও আমার অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগাভাগি করতে মুখিয়ে আছি। এটি কোচিং করানোর মতো একটি দল এবং বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দল মনে করি আমি। অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে দলটির। দায়িত্ব পেয়ে আমি উচ্ছ্বসিত।’
জাতীয় দলের হয়ে মুশতাক ৫২ টেস্ট খেলেছেন। তার নামের পাশে ১৮৫টি টেস্ট উইকেট আছে। এছাড়া ১৪৪ ওয়ানডে খেলে ১৬১ উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪০৭ উইকেট নিয়েছেন এই স্পিনার।
৫৩ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই স্পিনার ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এবং পাকিস্তানের স্পিন বোলিং কোচের ভূমিকা পালন করেছেন।
এসএ/দীপ্ত সংবাদ