বেশির ভাগ সিনেমায় শেষ দৃশ্যে থাকতেন আত্মত্যাগের ভূমিকায়। সেই অভিনেতা পর্দায় নেই অনেক দিন। বন্ধুত্ব বা ভ্রাতৃত্বের দাবিতে প্রেম বিসর্জন দেওয়া নায়ক এই প্রজন্মের কাছেও প্রাসঙ্গিক।
সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় তার চরিত্রগুলোর গল্প। মিম হয়ে ফিরে ফিরে আসেন বার বার। বলছি বাপ্পারাজ–এর কথা।
সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড চলছে ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি। এবার ব্যর্থ প্রেমিকের খোলস ছেড়ে অ্যাকশন নিয়ে আসছেন বাপ্পারাজ। ‘রক্ত ঋণ’ নামের ওয়েব ফিল্মে পুলিশ কর্মকর্তার চরিত্রে অ্যাকশন মুডে দেখা যাবে তাকে।
এ ছবির মধ্য দিয়ে প্রায় ৮ বছর পর বাপ্পা ফিরছেন অভিনয়ে। এর আগে সবশেষ ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয় করেছিলেন বাপ্পারাজ।
রক্ত ঋণ ওয়েব ফিল্মের অ্যানাউন্সমেন্ট টিজের বার্তা দিলেন, ‘বিরহ নয়, এবার অ্যাকশন হয়ে যাক’। প্রায় দেড় মিনিটের টিজার শুরু হয়েছে বাপ্পারাজের প্রেমের সমাধি সিনেমার ‘পাখি যায় উড়ে যায়’ গান দিয়ে। যে গান দিয়ে প্রায়ই বানানো হয় মিম। কয়েক লাইন বাজার পরেই বাপ্পারাজ বলেন, ‘বন্ধ করো। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক।’
রক্ত ঋণ বানাচ্ছেন মোস্তফা খান সিহান। এতে পুলিশ কর্মকর্তা সায়েম জব্বার চরিত্রে অভিনয় করছেন বাপ্পারাজ।
নির্মাতা সিহান বলেন, ‘দেশি সিনেমা নিয়ে নতুন কিছু করার চেষ্টা করছি। রক্ত ঋণের সংলাপ, চিত্রনাট্যে নব্বইয়ের দশকের বাংলা সিনেমাকে খুঁজে পাওয়া যাবে।’
ওয়েব ফিল্মে বাপ্পারাজকে কাস্টিং করা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘অনেক দিন ধরে পর্দায় নতুন কোনো কাজ না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তিনি অ্যাকটিভ। সবাইকে চমকে দিতেই তাঁকে প্রধান চরিত্রে ভেবেছি। তাঁর কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার পর তিনি না করে দিয়েছিলেন। অনেক অনুরোধের পর সিনেমার গল্প ও পরিবেশন পরিকল্পনা শুনে উনি রাজি হন।’
ইতিমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়েছে। এতে আরও অভিনয় করেছেন আরশ খান, শাহেদ আলী সুজন, নাদিয়া হক প্রমুখ।
এসএ