দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত নতুন মন্ত্রিসভার সদস্যরা দায়িত্ব পালন শুরু করবেন আজ।
রবিবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়সহ স্ব স্ব মন্ত্রণালয় ও বিভাগগুলোয় প্রথম অফিস করবেন তারা। এরই মধ্যে মন্ত্রিসভার নতুন সদস্যদের বরণে প্রস্তুতি শেষ হয়েছে।
এছাড়া কর্মকর্তা–কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীরা।
সচিবালয় সূত্রে জানা গেছে, সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নেমপ্লেট পরিবর্তন করা হয়েছে। মন্ত্রীরা সচিবালয়ে পৌঁছলে তাদের ফুলেল অভ্যর্থনা জানাবেন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। সচিবের নেতৃত্বে পদস্থ কর্মকর্তারা তাদের বরণ করবেন। এরপর সম্মেলন কক্ষে হবে পরিচিতি সভা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন। বঙ্গভবনে তাঁদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার নবনিযুক্ত মন্ত্রীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন হয়। এর মধ্যে ২৫ জনকে পূর্ণমন্ত্রী এবং ১১ জনকে প্রতিমন্ত্রী রয়েছে।
এসএ/দীপ্ত নিউজ