‘বন্ধুত্ব‘ এক মানুষকে অন্যজনের সাথে মনের বন্ধনে আবদ্ধ করে। এটি মানবজীবনের ধারাবাহিক প্রক্রিয়া। আজ ১৯ অক্টোবর, নতুন বন্ধু দিবস। আজ নতুন কোনো বন্ধুর সঙ্গে আপনিও দিনটি উদযাপন করতে পারেন। গল্প করতে পারেন।
ইংরেজিতে একটি গান আছে, বাংলায় অর্থ দাঁড়ায়, ‘নতুন বন্ধু তৈরি করুন, কিন্তু পুরোনোকেও বাঁচিয়ে রাখুন। একটি হলো রুপা, অন্যটি সোনা।’ সন্দেহ নেই, নতুন বন্ধুত্ব মানুষের জীবনের এক অনন্য প্রাপ্তি। প্রত্যেক নতুন বন্ধুই একেকটি নতুন পৃথিবীর মতো।
জীবনে একজন নতুন বন্ধু যুক্ত হওয়া মানে আনন্দ–বেদনার একটি নবদিগন্ত খুলে যাওয়া। তবে ভয়ও আছে। ভুল বন্ধুত্ব কারও গোটা জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়াতে পারে।
হলিডে ক্যালেন্ডার তথ্যানুযায়ী, তুন বন্ধুত্ব এবং সংযোগ তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ২০০৬ সালে প্রথম নতুন বন্ধু দিবস প্রচলন হয়। যুক্তরাষ্ট্রে দিনটির আনুষ্ঠানিকভাবে দিসবটি প্রচলন হয়। এরপর প্রথমবারের মতো পালিত হয় ২০০৭ সালে। ২০১২ সালে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিনটি দারুণ জনপ্রিয়তা পায়।
এসএ