বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

নতুন বই ‘স্মার্ট মার্কেটিং’ এর মোড়ক উন্মোচন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আনন্দঘন এক পরিবেশে মোড়ক উন্মোচন হয়ে গেল মার্ক অনুপম মল্লিকের নতুন বই স্মার্ট মার্কেটিং। গুলশান ২ এ অবস্থিত গ্রিন এন্ড পেপার রেস্তোরাঁয় আনুমানিক ষাট জন আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতেতে ২৭ জানুয়ারি ২০২৪ এই আয়োজন সম্পন্ন হয়।

বিকাল চারটায় শুরু হওয়া অনুষ্ঠানের মূলপর্বে মোড়ক খুলে এবং কেক কেটে বইটির শুভ উদ্বোধন করেন লেখক মার্ক অনুপম মল্লিক, প্রকাশক নাজীব রাফে সহ উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গালীব বিন মোহাম্মদ, মির্জা মুহাম্মদ ইলিয়াস, মিলন পাটওয়ারী, শ্যামল মল্লিক সহ দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড প্র্যাক্টিশনাররা। বই এর শুভ উদ্বোধনের পাশাপাশি আয়োজনটি মার্কেটার, উদ্যোক্তাদের একটা মিলনমেলায় পরিণত হয়।

স্মার্ট মার্কেটিংবইটি পরিবর্তিত বিশ্বের নতুন মার্কেটিং এপ্রোচ এর একটা ব্লুপ্রিন্ট। এই বইতে থাকা স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্ক, দেশি বিদেশি কেইস স্টাডি মার্কেটার এবং উদ্যোক্তাদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর দুনিয়াতে সঠিক ভাবে মার্কেটিং করতে দিক নির্দেশনা দেবে।

দেশের অন্যতম প্রকাশনী সংস্থা অদম্য প্রকাশথেকে প্রকাশিত “স্মার্ট মার্কেটিং” বইটি ইতিমধ্যে রকমারি.কম ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়াও আসন্ন বইমেলাসহ দেশের বিভিন্ন বইয়ের দোকান থেকে বইটি সংগ্রহ করা যাবে।

 

আরও পড়ুন: চলছে একুশে গ্রন্থমেলার জোর প্রস্তুতি

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More