সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত নবজাতক ”আয়া” নামক শিশুটি নতুন নাম ও পরিবার পেয়েছে। এখন তার নাম ”আরফা”। এক চাচার কাছে বেড়ে উঠছে মা–বাবা হারানো এই শিশু।
সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে সিরিয়ার জিন্দেরিসে ধসে পড়ে অসংখ্য ভবন। চার তলা একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচেই জন্ম হয়েছিল এই শিশুটির।
উদ্ধারকারীরা মৃত মায়ের নাড়ি কেটে এই নবজাতককে হাসপাতালে নেন। তার নাম আরফা রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলের আলেপ্পোর জিনদায়ার্স শহরে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটির খবর প্রকাশ্যে আসার পর, অনেকেই শিশুটিকে দত্তক নিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত খলিল আল সাওয়াদি নামে আফরার এক চাচা তার দায়িত্ব নিয়েছেন।
আরফার চাচা খলিল আল সাওয়াদি বলেন, ‘আমাদের ডিএনএ পরীক্ষার পর কর্তৃপক্ষ নিশ্চিত করে যে আমরা তার রক্তের আত্মীয়। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমরা তাকে পেয়েছি। শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেকে এসেছিলেন। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি। সে আমার জন্য তার মা–বাবার স্মৃতি হয়ে থাকবে। সিরিয়া ছেড়ে যাওয়ারও প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি যাব না। ‘
ভূমিকম্পে আফরার বাবা–ভাই–বোন সবাই প্রাণ হারিয়েছেন।
এফএম/দীপ্ত সংবাদ