ঢাকা নগর পরিবহনের ২১ ও ২৬ নম্বর রুটে যত্রতত্র যাত্রী তুলছে অনেক বাস। মানছে না কোনো নিয়মনীতি। পর্যাপ্ত যাত্রী থাকা সত্ত্বেও কমানো হয়েছে গাড়ির সংখ্যা। এতে ভোগান্তিতে যাত্রীরা।
গণপরিবহণে শৃঙ্খলা ফেরাতে ২০২১ সালের ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু। ২১ কিলোমিটার দীর্ঘ ২১ নম্বর রুটে বাস ছিল ৫০টি। দুই মাসের মধ্যে এতে যুক্ত হওয়ার কথা ছিল আরো ৫০টি বাস। কিন্তু কিছু দিনের মধ্যেই ট্রান্সসিলভা ১৫টি এবং বিআরটিসি ৫টি বাস তুলে নিয়েছে।
এসব বাসে শতভাগ ফিটনেস থাকার নির্দেশনা মানা হচ্ছেনা বলে অভিযোগ যাত্রীদের। অনেক সময় বাসে চালকের সহকারী থাকেনা। কাউন্টার ছাড়া বাসগুলো যত্রতত্র থামিয়ে যাত্রী তুলছে। আবার অবৈধভাবে বাস চালাচ্ছে কিছু মালিক।
তবে বিআরটিসি চেয়ারম্যান বলছেন অন্য কথা। তিনি বলেন, বাস নিয়ম মেনেই যাত্রী তুলছে। কিন্তু টিকেট ছাড়াই উঠে যায় কিছু যাত্রী।
এই বাস্তবতায় আরো দুইটি নতুন বাস রুট চালু করতে যাচ্ছে সরকার।
যূথী/দীপ্ত সংবাদ