গাজীপুর সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে প্রথম নারী মেয়র হলেন জায়েদা খাতুন, নগরমাতা পেল গাজীপুর। নির্বাচনে রেকর্ড গড়ে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট।
সেলিনা হায়াৎ আইভীর পর বাংলাদেশে দ্বিতীয় নারী মেয়র হলেন জায়েদা খাতুন। ২০১১ সাল থেকে আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়ে দ্বিতীয় নারী মেয়র নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।
সাধারণ গৃহিণী থেকে বিশেষ পরিস্থিতিতে নির্বাচনে প্রার্থী হয়েই আলোচনায় আসেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা ৬১ বছর বয়সী জায়েদা খাতুন। ভোটের প্রচারে নিজেকে জাহাঙ্গীরের মা হিসেবেই পরিচয় দিয়েছেন তিনি।
মধ্যরাতে গাজীপুর শহরের বঙ্গতাজ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা যখন বেসরকারি ফলাফল ঘোষণা করেন, তখন সেখানে উপস্থিত ছিলেন বিজয়ী জায়েদা খাতুনের ছেলে ও তাঁর নির্বাচনি কার্যক্রমের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। বিজয়ের পর তিনি সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘মায়েদের জয় হয়েছে গাজীপুরের নির্বাচনে। গাজীপুরে নৌকা জিতছে আর ব্যক্তি হেরেছে। আমি কখনও আওয়ামী লীগ ও নৌকার বিরুদ্ধে যাইনি এবং যাবও না।‘
প্রায় ৩৩০ বর্গকিলোমিটার আয়তনের ৩০ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটারের সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন, মহিলা ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১৮ জন।
আফ/দীপ্ত নিউজ