ঝিনাইদহের কালীগঞ্জে নকল স্বর্ণের বার দেখিয়ে এক নারী যাত্রীর শরীরের থাকা স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
ভুক্তভোগী মনোয়ারা খাতুন উপজেলার কুল্যাপাড়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। এ ঘটনায় বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
মনোয়ারা খাতুন জানান, গত ৪ সেপ্টেম্বর জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে গাড়িতে শহরের মেইন বাসস্ট্যান্ডে নামেন তিনি। ঝিনাইদহের উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন। এসময় এক ইজিবাইক চালক এসে বলে কোথায় যাবেন। এরপর ওই ইজিবাইক চালক বলেন চলেন আমি যাবো। ইজিবাইকে চড়ে তারা দুইজন ঝিনাইদহ যাচ্ছিলেন। কিছুদুর যাওয়ার পর ওই ইজিবাইক চালক স্বর্ণের বার দেখিয়ে বলে এই সোনা আমি কুড়িয়ে পেয়েছি। এরপর ইজিবাইকে আরও একজন ওঠে। সে এই সোনা আসল বলে আমাকে নিতে বলে। তারা একটি মেমো দেখায়। কিছুদুর যাওয়ার পর ওই যাত্রী নেমে আর একজন ইজিবাইকে উঠে। সে বলে শরীরের সোনা খুলে এই তিন ভরি ওজনের সোনা নেন। আপনারা কি পাগল। এরপর তিনি শরীরে থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও হাতের চুড়ি খুলে দিয়ে দেন ও নকল সোনার বার নেন। এরপর গাড়িতে থাকা ওই লোক নেমে যান।
তিনি আরও বলেন, কিছুদূর যাওয়ার পর ইজিবাইক চালক বলেন, গাড়িতে আগুন ধরে গেছে আপনারা নেমে পড়েন। কিন্তু গাড়িতে কোন আগুন লাগার দৃশ্য তিনি দেখেননি। পরে একটি ভ্যান ডেকে তাদেরকে উঠিয়ে দেন।
কালীগঞ্জ থানার ডিউটি অফিসার রহিমা খাতুন জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ