এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হতে আজ (৫ সেপ্টেম্বর) মাঠে নামবে শ্রীলংকা ও আফগানিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
প্রথম ম্যাচে বাংলাদেশকে অনেকটা উড়িয়ে দিয়ে আসর শুরু করে শ্রীলংকা। তাতে আসর থেকে বাংলাদেশের ছিটকে পড়ার যে শঙ্কা তৈরি হয় তা উড়ে গেছে আফগানদের বিপক্ষে বড় জয়ে।
উল্টো এখন চাপে শ্রীলঙ্কাা ও আফগানিস্তান। কারণ বড় জয় দিয়ে নিজেদের রান রেটটা বাড়িয়ে নিয়েছে সাকিববাহিনী।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে আফগানরা জিতলে, বি গ্রুপের তিন দলের মধ্যে প্রত্যেকেরই হবে ২ পয়েন্ট। সেক্ষেত্রে সুপার ফোরের জন্য বিবেচনা হবে নেট রানরেটের ভিত্তিতে। কিন্তু তিনটি দলেরই রানরেট পজিটিভ বা ধনাত্বক হওয়া সম্ভব নয়।
এই মুহূর্তে, বাংলাদেশের নেট রানরেট প্লাস দশমিক ৩৭৩ আছে। শ্রীলংকার রানরেট বাংলাদেশের চেয়ে বেশি আর আফগানদের নেগেটিভ ১.৭৮।
সেক্ষেত্রে, আফগানদের রানরেটে এগিয়ে থাকতে হলে, লংকানদের বড় ব্যবধানে হারিয়ে পজিটিভ রানরেটে গড়তে হবে। কিন্তু তা করতে গেলে, লংকানরা নেমে যাবে নেগেটিভ বা ঋণাত্বক রানরেটে।
অর্থাৎ, এই দুই দলের কোনো একটি দলই রানরেটের বিবেচনায় সুপার ফোরে খেলতে পারবে। কারণ বাংলাদেশের রানরেট কমার আর কোনো সুযোগ নেই।
নিজেদের এশিয়া কাপের শিরোপা জয়ের দাবিদার হিসেবে ঘোষণা করা আফগানিস্তানকে সুপার ফোরে উঠতে তাই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তবে খর্বশক্তির লংকানদের বিপক্ষে সে চ্যালেঞ্জ জয়ের সামর্থ্য আফগান বোলিং আক্রমণের আছে বলেই আত্মবিশ্বাস তাদের।
এসএ/দীপ্ত নিউজ