নওগাঁয় আমন ধানের ফলন ভালো হলেও সরকারের বেঁধে দেওয়া দামে হতাশ কৃষকরা। তারা বলছেন- বিঘাপ্রতি এবার তাদেরকে ৩ থেকে ৪ হাজার টাকা লোকসান গুণতে হবে।
নওগাঁয় এরইমধ্যে শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই। তবে, আনন্দ নেই কৃষকদের। কারণ আমন মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় খরচ বেড়েছে সেচে। কীটনাশক, তেল ও শ্রমিকের মজুরি বাবদ গুণতে হয়েছে বাড়তি টাকা।
সম্প্রতি কেজিপ্রতি ২৮ টাকা দরে ধান কেনার ঘোষণা দিয়েছে সরকার। তবে কৃষকেদের দাবি- বাজারে দাম এর থেকে বেশি। কৃষি কর্মকর্তারাও বলছেন, উপকরণের দাম বাড়ায় এবার আমন চাষে খরচ বেড়েছে।
চলতি মৌসুমে নওগাঁর ১১ উপজেলায় ১ লাখ ৯৩ হাজার ৩ শ হেক্টর জমিতে চাষ হয়েছে আমন ধানের।