রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের ট্যাব বিতরণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নওগাঁ(আত্রাইরাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন দেশের পুরনো শিক্ষাখাতকে ডিজিটাল করতে মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেয়ার সরকারের এই উদ্যোগ যুগোপযোগী একটি পদক্ষেপ। প্রধানমন্ত্রীর এই উপহারকে বিজ্ঞানের আশীর্বাদ হিসেবে গ্রহণ করে তা ভালো কাজে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর স্মার্ট দেশ হিসেবে গড়তে শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান।

সারাদেশের সরকারিবেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি মাদ্রাসার নবমদশম শ্রেণীর প্রথমদ্বিতীয়তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যে ২ লাখ ট্যাব বিতরণ করা হচ্ছে তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ এপ্রিল) নওগাঁর রাণীনগরের এই ট্যাব বিতরণ করা হয়।

এদিন উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ প্রমুখ।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ বলেন জনশুমারী কাজে ব্যবহারের জন্য গত বছর সরকার এই ট্যাবগুলো ক্রয় করেন। এরপর শুমারি শেষ হওয়ার পর এই ট্যাবগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে ও আগামীর স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ করতে সরকারের পক্ষ থেকে দেশের মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে মোট ১শত ৬৮টি ট্যাব বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত উপজেলার ১৫জন অসহায়, গরীব ও হতদরিদ্রদের মাঝে চিকিৎসার সহায়তা হিসেবে ৬লাখ ৭০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More